বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়
BINODPUR RAMKUMAR HIGH SCHOOL
প্রতিষ্ঠাকালঃ 03-01-1919 ইং, EIIN: 111132
মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ
  ব্রেকিং নিউজ  
ক্লাস | শিক্ষার্থী |
---|---|
ষষ্ঠ | 449 |
সপ্তম | 439 |
অষ্টম | 443 |
নবম | 337 |
মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।এ প্রতিষ্ঠানটি খুব মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ৬৯ শতাংশ ভূমির উপর অবস্থিত। বিদ্যালয়ে দুইটি ভবন আছে।
বর্তমানে বিদ্যালয়টিতে মোট ৪৮জন শিক্ষক শিক্ষিকা ,০২ জন সহকারী লাইব্রেরিয়ান , ০২ জন কর্মচারী এবং চুতুর্থ শ্রেণীল কর্মচারী ০৭ প্রায় ২২৫২জন ছাত্র-ছাত্রী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি এক শিফটে ২য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকাল ৭ টায় শুরু হয়ে বিকেল ৪:০০ টা পর্যন্ত চলে। শিক্ষক শিক্ষিকাগণ নিয়মিত আগমন ও প্রস্থান করেন। এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত। আমরা সকলেই বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামনা করি।
বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়
মুন্সিগঞ্জ সদর,মুন্সিগঞ্জ